ধুলিয়াখাল পুলিশ লাইনে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ফক্সি দিতে গিয়ে যুবক আটক
তারিখ: ২৮-সেপ্টেম্বর-২০১৬
আজিজুল ইসলাম সজিব ॥

হবিগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ফক্সি দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী পরিচয়দানকারী রুবেল সরকার (২২) কে আটক করেছে পুলিশ। তিনি নিজেকে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং ওই কলেজের ছাত্রলীগ কর্মী বলে দাবি করেন। রুবেল সরকার কুমিল্লা জেলার ব্রাক্ষ্মণপাড়া থানার সিদলাই এলাকার আব্দুস সালামের পুত্র। তিনি চুনারুঘাট উপজেলার রাণিকোট গ্রামের আব্দুল মালেকের পুত্র মাহিন মিয়ার বদলে পরীক্ষা দিতে গিয়েছিলেন। মঙ্গলবার জেলা পুলিশ লাইনে কনস্টেবল পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় মাহিন মিয়ার বদলে রুবেল সরকার পরীক্ষা হলে প্রবেশ করতে চাইলে এসআই ইকবাল বাহার তাকে তল্লাশী করেন। এক পর্যায়ে তার প্রবেশ দেখে সন্দেহ হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তিনি বিষয়টি স্বীকার করে জানান, প্রবেশপত্রে মাহিনের ছবি বদল করে নিজের ছবি জুড়ে দেন রুবেল। সাথে সাথে বিষয়টি পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রকে অবগত করা হয়। তিনি তাকে আটকের নির্দেশ দেন। তখন রুবেল সরকারকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে রুবেল জানান, দালাল আনোয়ারের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে মাহিন আহমেদের পরিবর্তে তিনি পরীক্ষায় অংশ নিতে চেয়েছিলেন। এ ব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, রুবেল সরকারকে আটক রাখা হয়েছে এবং মাহিনকে ধরতে অভিযান চলছে।

প্রথম পাতা
শেষ পাতা