২৪ ঘন্টা পেরিয়ে গেলেও জ্ঞান ফিরেনি স্বামী-স্ত্রীসহ ৪ জনের ॥ চুনারুঘাটে সাধু সেজে পরিবারের সদস্যদের অজ্ঞান করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট
তারিখ: ২৮-সেপ্টেম্বর-২০১৬
জাকারিয়া চৌধুরী ॥

অভিনব প্রতারণার ফাঁদ। সত্তোর্ধ্ব ভন্ড সাধু বাবার ফাঁদে পড়ে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ অজ্ঞান হয়ে ৪ জনকে ভর্তি হতে হল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে। ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও জ্ঞান ফিরেনি তাদের। ঘটনাটি ঘটেছে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের গোপালপুর দত্তবাড়ি (দুর্গাপুর) গ্রামে। এদিকে, ভন্ডের প্রতারণার শিকার হয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার খুয়ে নিস্ব হয়েছে ওই পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার মধ্য রাতে দুর্গাপুর গ্রামের রতন দাস গুপ্ত এর বাড়িতে সাধু বাবা সেজে জনৈক এক ভন্ড কবিরাজের অভির্ভাব ঘটে। পরে ওই পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে কবিরাজি দেখিয়ে তার প্রতি অকৃষ্ট করে। এক পর্যায়ে ভোর রাতের দিকে প্রসাদ খাইয়ে তাদেরকে অজ্ঞান করে। এসময় ওই ভন্ড কবিরাজ ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ যাবতীয় মূল্যবান আসবাব পত্র লুট করে নিয়ে যায়। এদিকে, মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাদের ঘরের পিছনের দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করলে পিপাসা দাস গুপ্ত ও তার স্বামী রতন দাস গুপ্ত, প্রতিবা দাস গুপ্ত ও সুশান্ত দাস গুপ্তকে অচেতন অবস্থায় দেখতে পায়। এসময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মঙ্গলবার সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে। এ ঘটনায় চুনারুঘাট উপজেলাসহ সর্বত্র আলোচনার ঝড় বইছে।

প্রথম পাতা
শেষ পাতা