ফেসবুকে প্রধানমন্ত্রীর অবমাননাকর ছবি ও বঙ্গবন্ধুর ব্যঙ্গচিত্র পোস্ট ॥ গাজিপুরের বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে সদর থানায় ছাত্রলীগ নেতার মামলা দায়ের
তারিখ: ২৯-সেপ্টেম্বর-২০১৬
নিরঞ্জন গোম্বামী শুভ ॥

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গচিত্র ও প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টায় হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলার কালিয়ারকৈর থানার বলিয়াদি গ্রামের বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তনভীর আহমেদ সিদ্দিকীর পুত্র চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকিী তার ফেসবুকে প্রধানমন্ত্রীর অবমাননাকর ছবি ও বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করে। যা নিয়ে সারা দেশের আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এছাড়াও গত ২৫ সেপ্টেম্বর রাতে ওই আসামী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিীকি তার ফেসবুক আইডিতে হিন্দিতে স্ট্যাটাসে লিখে যে, শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করে। এর পর লোখাটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেলের নজরে আসে। পরে তিনি চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিীকি কে আসামী করে অজ্ঞাত নামা আরও কয়েকজনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে। এদিকে, প্রধানমন্ত্রীকে নিয়ে অবমাননা কর ছবি ও বঙ্গবন্ধুকে নিয়ে ব্যঙ্গচিত্র করায় আওয়ামী পরিবারের সকল সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াসিনুল হক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রথম পাতা