বাহুবলে ছিনতাই ও চাঁদাবাজির মামলার পলাতক আসামী ফখরুল প্রকাশ্যে ঘুরছে
তারিখ: ২৯-সেপ্টেম্বর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

বাহুবলে ছিনতাই ও চাদাবাজির মামলার পলাতক আসামী ফখরুল প্রকাশ্যে ঘুরাফেরা করছে। তবে রহস্যজনক কারনে পুলিশ তাকে গ্রেফতার করছে না। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবলের এক আওয়ামীলীগ নেতার নিকট একদল দুর্বৃত্তরা চাদা দাবী করে। চাদা না দেয়ায় গত ১৪ জানুয়ারী বাহুবল উপজেলা পরিষদের সামনে আওয়ামীলীগ নেতার গাড়িতে হামলা ও ভাংচুর করে দুর্বৃত্তরা। এ সময় তার গাড়ি চালককে মারধোর করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পরদিন আওয়ামীলীগ নেতার ম্যানেজার মোঃ আরজু মিয়া বাদী হয়ে ফখরুলসহ ৪ জনের বিরুদ্ধে বাহুবল থানায় চাদাবাজি ও ছিনতাই মামলা দায়ের করেন। মামলার দায়েরর পর প্রথমে মামলাটি তদন্ত করেন বাহুবল থানা পুলিশ। এর মামলাটি তদন্তের ভার দেয়া হয় ডিবি পুলিশকে। ডিবি পুলিশের এসআই আব্দুল করিম দীর্ঘ তদন্ত করে ৪ এপ্রিল ফখরুলসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এর পর আদালত ফখরুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। গ্রেফতারী পরোয়ানা নিয়েই ফখরুল প্রকাশ্যে বাহুবল থানা প্রাঙ্গনসহ হাট বাজারে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশ তাকে রহস্যজনক কারনে গ্রেফতার করছে না। অভিযোগ রয়েছে গ্রেফতারী পরোয়ানা নিয়েই ফখরুল বিভিন্ন ধরনের মানববন্ধন, সমাবেশে ভীড়দর্পে অংশ গ্রহন করছে। গত ২৫ সেপ্টেম্বর বাহুবলে ছাত্রলীগের একটি গ্র“পের মিছিলে অংশ গ্রহন করেছে। সেখানে উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফখরুলের এ ধরনের প্রকাশ্যে ঘুরাফেরার করার কারনে এলাকাবাসির অনেকই মনে করেন ফখরুলের ক্ষমতা কথ ? কেন তাকে পুলিশ গ্রেফতার করছে না। কি রহস্য রয়েছে। অপর দিকে স্থানীয়রা মনে করছেন ফখরুল নেতাকর্মীদের ছায়ারতলে এসে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। এ ব্যাপারে বাহুবল পুলিশ জানিয়েছেন আইনের চোখে সকলেই সমান। তার বিরুদ্ধে যদি গ্রেফতারী পরোয়ান থাকলে পুলিশ অবশ্যই তাকে গ্রেফতার করবে।

প্রথম পাতা