‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ হবিগঞ্জে ২১ জন নির্বাচিত
তারিখ: ২৯-সেপ্টেম্বর-২০১৬
আখলাছ আহমেদ প্রিয় ॥

হবিগঞ্জে সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের আনসার ব্যারাক পুকুরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১৫৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। হবিগঞ্জ থেকে ২১জনকে নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ১০ জন বিশেষ পুরস্কার লাভ করে। ২১ জনের মাঝে ৫ জন মেয়ে এবং ১৬ জন ছেলে। সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম। বক্তব্য রাখেন নৌবাহিনীর কমান্ডার এস এম মাহমুদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি ও কাষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, নৌ বাহিনীর লে. কমান্ডার এম নাইমুল হক, লে. কমান্ডার এম নাহিদ হাসান, সাঁতার ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল মান্নান, সদস্য রাবেয়া খাতুন, জাতীয় দলের কোচ কেগুন পার্ক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, আজম উদ্দিন, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, সফিকুজ্জামান হিরাজ ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ। আয়োজকরা জানান, সারাদেশ থেকে বাছাইকৃত সাতারুদের ঢাকায় এনে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

প্রথম পাতা