মাধবপুরে শানু’র অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট ॥ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ
তারিখ: ২৪-অক্টোবর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

মাধবপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের একাধিক মামলার আসামী শানু ভূইয়ার বিভিন্ন অপকর্মের এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছেন। এ  ব্যাপারে এলাকাবাসী তার বিরুদ্ধে ফুসে উঠেছেন। শান ভূইয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য গন স্বাক্ষর কর্মসূচি হাতে নিয়েছেন এলাকাবাসী। ইতিমধ্যে শানু ভূইয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য একই গ্রামের হাছন আলী ও দুদু মিয়াসহ গ্রামের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, অবসর প্রাপ্ত নৌবাহিনীর সদস্য ও শিক্ষক মন্ডলীসহ এলাকার শত শত মানুষের গন স্বাক্ষরিত একটি অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রীর কার্যালয়, র‌্যাবের মহাপরিচালকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগে প্রকাশ, ওই উপজেলার শ্রীধরপুর গ্রামের শামসুউদ্দিন ভূইয়ার পুত্র শানু ভূইয়া অস্ত্র, মাদক, চোরাকারবারী, নারী ও শিশু পাচারসহ অসংখ্য অপারাধের সাথে জড়িত। তার বাড়ি ভারত সীমান্তবর্তী এলাকায় হওয়ার  সুবাধে প্রতিনিয়ত ভারত থেকে তার বাহিনী মাধ্যমে নিষিদ্ধ মদ, গাজা, ফেনন্সিডিলসহ অবৈধ অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিবেদন অনুযায়ী দেশের ৪০৪ জন অস্ত্র ব্যবসায়ীর মধ্যে ৮ম স্থানে রয়েছে শানু ভূইয়া। যা গত ৬ ডিসেম্বর ২০১৪ ইং তারিখে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। অস্ত্র, মাদক, চোরাকারবারী, হত্যাসহ ২০টি মামলা রয়েছে। শুধু শানু ভূইয়াই নয় তার বড় ভাই নাহিদ ভূইয়া কিছুদিন আগে অস্ত্র প্রশিক্ষন নিতে ভারত যায়। সেখান থেকে অস্ত্র বাংলাদেশে এনে সাবেক স্বরাষ্ট্র সচিবের ভাই টিপুর দোকানে রাখতে চায়। এ সময় টিপু ওই অস্ত্র তার দোকানে রাখতে না দেয়ায় সে তার বাহিনী নিয়ে  টিপুকে হত্যা করে।  এ নিয়ে আদালতে একটি মামলা দায়ের করা হয়। যার নং- দায়রা ৫১১/১৪, এছাড়া রাজাপুর গ্রামের আরেকটি একটি হত্যা মামলাসহ অসংখ্য মামলা রয়েছে শানু ভূইয়ার বিরুদ্ধে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান এলাকাবাসী ।

প্রথম পাতা
শেষ পাতা