দুই মাস পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন আসামি ॥ বানিয়াচঙ্গের আনন্দ বাজারে জান্নাত টেলিকমে হামলা-ভাংচুর ও লুটপাট
তারিখ: ২৪-অক্টোবর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামে আনন্দ বাজারে জান্নাত টেলিকম এন্ড কসমেটিক্স সেন্টারে দুর্বৃত্তদের হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হয়নি কোন আসামী। এনিয়ে বাদী পক্ষের লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় গত ৮ আগস্ট হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামের মোঃ আইয়ুব আলীর পুত্র মোঃ শফিকুল ইসলাম। মামলার বিবরণে জানা যায়, গত ২ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে একই গ্রামের রেজাউল মিয়া (৩৮), আব্দুর রহিমের পুত্র আব্দুল মজিদ (৪০), মনিরুজ্জামান (৩২), আব্দুল বাছির (৩৬), নাছির উদ্দিন (৩২), ইব্রাহিম মিয়া (৩৫), হাবিব মিয়া (৩০), আছির উদ্দিন (৩০) ও তাজ উদ্দিন (২৮)সহ একদল লোকজন আনন্দ বাজারে জান্নাত টেলিকম এন্ড কসমেটিক্স সেন্টারে জোর পূর্বক প্রবেশ করে। পরে মুহুর্তের মধ্যেই তারা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা ও ভাংচুরের তান্ডব চালায়। এতে বাধা দেয়ায় ওই দোকানের মালিক শফিকুল ইসলামকেও পিটিয়ে আহত করা হয়। এক পর্যায়ে তারা দোকানে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ২৫টি মোবাইল ফোনসহ যাবতীয় মালামাল ছিনাইয়া নিয়ে যায়। পরে এ ঘটনায় আদালতে মালা দায়ের করা হলেও এখনও পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। গ্রামে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামীরা। যাতে করে বাদী পক্ষের লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে, উল্লেখিত আসামীরা এ ঘটনায় ছাড়াও ওই এলাকায় দীর্ঘদিন যাবত নানান অপকর্ম চালিয়ে আসছেও বলে জানায় তারা। তাই এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিরীহ বাদী পক্ষের লোকজন।

প্রথম পাতা
শেষ পাতা