চুনারুঘাটে ইলেকক্ট্রিক দোকানের গোদাম ঘরে ডাকাতির ঘটনায় মামলা
তারিখ: ২৪-অক্টোবর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

চুনারুঘাট পৌর শহরের চন্দনা-ধলাইপাড় গ্রামে চিশ্তিয়া ইলেক্ট্রিক দোকানের গোদাম ঘরে প্রকাশ্য দিবালোকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ইলেক্টিশিয়ান মোঃ জাহাঙ্গীর আলমসহ অজ্ঞাত ৭/৮ বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কগঃ২ আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ২০ অক্টোবর বৃহস্পতিবার ৭ লাখ ২১ হাজার টাকার ডাকাতির ঘটনায় পারুল বেগম পৌর শহরের চন্দনা গ্রামের মৃত সফর আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এ মামলাটি করেন দায়ের করেন। মালমটি কোর্ট এফআইআর ভুক্ত করে চুনারুঘাট থানায় প্রেরণ করেন এবং বিজ্ঞ আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চুনারুঘাট থানা পুলিশকে নির্দেশ প্রদান করেছেন। মামলা নং সিআর ২৩৬/১৬ইং। এছাড়াও ঘটনার দিন ৩০ সেপ্টেম্বর শুক্রবার চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন পারুল বেগম। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার পৌর শহরের চন্দনা গ্রামে সকাল সাড়ে ৯টায় একদল দুর্বৃত্ত চিশতিয়া ইলেক্ট্রিকের গোদাম ঘরের দেয়াল ভেঙ্গে প্রবেশ করে। এসময় ডাকাতরা সেনেটারী ও ইলেক্টেটিক মালামাল, টিউবওয়েল, পানির মোটর, পাইপ ফিটিং রয়েল পাইপসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৭ লাখ ২১ হাজার টাকা নিয়ে যায়। চিশতিয়া ইলেক্ট্রিকের স্বত্ত্বাধিকারী মোঃ আশরাফুল ইসলাম কবিরের স্ত্রী সুর-চিৎকার করলে কিছু মালামাল ছড়িয়ে ছিটিয়ে রেখে অবশিষ্ট মালামাল নিয়ে আসামীরা পালিয়ে যায়। পরে চুনারুঘাট থানার এএসআই দেলোয়ার হোসাইন খবর পেয়ে ঘটনাস্থল এসে অবশিষ্ট মালামাল জব্ধ করেন।

প্রথম পাতা
শেষ পাতা