প্রবাসে বিএনপির প্রাণশক্তি আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ
তারিখ: ২৪-অক্টোবর-২০১৬

॥ লন্ডন থেকে, আলমগীর চৌধুরী ॥

প্রবাসে জাতীয়তাবাদী দল বিএনপি’র এক প্রাণ শক্তির নাম আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ। যার অক্লান্ত প্রচেষ্টায় সৌদি আরবসহ সমগ্র বিশ্বে তিলে তিলে সংগঠিত হচ্ছে বিএনপি। উদার চিত্তে নিজের তহবিল খরচ করে প্রিয় সংগঠনের জন্য ছুটছেন এক দেশ থেকে অন্য দেশে। যে কারণে পৃথিবীর দূর্গম মেরুতেও আজ ধ্বনিত হচ্ছে বিএনপির প্রতিধ্বনি। স্বীকৃতি স্বরুপ তিনি স্থানও করে নিয়েছেন কেন্দ্রীয় বিএনপিতে। পরিণত হয়েছেন বিএনপির চেয়ার পার্সন খালেদা জিয়ার আস্থাভাজন ব্যক্তি হিসেবে। শুধু বেগম জিয়া নন, তিনি এখন বিএনপির ভবিষ্যত কান্ডারী তারেক জিয়ারও ঘনিষ্টজন। অনেকেই মনে করেন, বিএনপি কখনো ক্ষমতায় এলে হবিগঞ্জের উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখতে পারেন তিনি। অথচ পরিতাপের বিষয় কতিপয় ব্যক্তি অজ্ঞতা বশত তার বিরুদ্ধে অহেতুক অপপ্রচার চালাচ্ছে। কিন্তু অবোধ নিন্দুকদের বুঝা উচিত আহমেদ আলী মুকিব আব্দুল্লাহ একদিনেই সৃষ্টি হয়নি। তাদের বুঝা উচিত মুকিবদের ধ্বংস করা টুনকো ব্যাপার হলেও তৈরী করাটা অতটা সহজ নয়। যারা স্থানীয় উন্নয়নে বিশ্বাসী তারা কখনোই কোন উজ্জল সম্ভাবনার প্রদীপকে নিভিয়ে দিতে আত্মঘাতি হবে না। সাম্প্রতিক সময়ে জেলা ছাত্রদলের নতুন কমিটি বিতর্কে আহমেদ আলী মুকিব আব্দুল্লাহকে জড়িয়ে চলছে নানা অপপ্রচার। কিন্তু মনে রাখা উচিত, বড় দল হিসেবে বিএনপিতে অভ্যান্তরীণ মতবিরোধ থাকতেই পাড়ে। সকল যোগ্যদের সব সময় সমান ভাবে মুল্যায়ন করা যায় না। সময়ের প্রয়োজনে বৃহত্তর স্বার্থের জন্য মতপার্থক্য ভুলে নিতে হয় ঐক্যবদ্ধ প্রস্তুতি। সমালোচকদের লক্ষ্য করা উচিত, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক এর মত সৎ, ত্যাগী ও নির্যাতিত নেতাও সভাপতি সম্পাদকের পদ অলংকরণ করতে পারেনি। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সুদুঢ় প্রসারী, দুরদর্শী এবং কৌশলী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দুঃসময় টুকু অতিবাহিত করতে হবে সকল জাতীয়তাবাদীদের। প্রবাসি হিসেবে খুব কাছ থেকে দেখছি আহমেদ আলী মুকিব আব্দুল্লাহকে। সৎ বিনয়ী ও দলের এক নিবেদিত প্রাণ ব্যক্তি হিসেবেই তিনি সর্বমহলে পরিচিত। নির্লোভ এ মানুষটির সাথে একান্ত আলাপচারিতায় জানতে পেরেছি তার এলাকায় তিনি নিজেকে বড় নেতা হিসেবে কখনই জাহির করতে চান না। বরং এলাকার উন্নয়নে কাজ করতে চান প্রসারিত হাতে। আসুন ঈর্শ্বান্বিত না হয়ে হবিগঞ্জের সম্ভাবনাময় একটি হাতকে উৎসাহিত করি।

প্রথম পাতা
শেষ পাতা