আটক দীপকের বিরুদ্ধে ছিনতাই-ডাকাতিসহ এক ডজন মামলা ॥ শহরের নোয়াহাটিতে ডাকাত ধরতে গিয়ে পুলিশের উপর হামলা ॥ দারোগাসহ আহত ৫
তারিখ: ২৪-অক্টোবর-২০১৬
আজিজুল ইসলাম সজিব ॥

হবিগঞ্জ শহরের নোয়াহাটিতে ডাকাত ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে দারোগাসহ ৫ পুলিশ সদস্য। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর পুলিশ ডাকাত দীপক সরকার অরপে সাজুকে আটক করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাত দীপকসহ তাদের অনুসারীদের বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শহরের নোয়াহাটি এলাকার ডাকাত দীপক সরকারে বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দীপকের লোকজন পুলিশের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এক পর্যায়ে ডাকাত দীপকের লোকজনের সাথে পুলিশের সংঘর্ষ বেধে যায়। এ সময় ডাকাত দীপকের লোকজনের হামলায় সদর মডেল থানার এসআই মিজানুর রহমান, এসআই সুমন চন্দ্র হাজরা, এএসআই আক্তারুজ্জামন, পুলিশ কনস্টেবল ইয়াসিরসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ সময় পুলিশ আহত অবস্থায় ডাকাত দীপককে আটক করে নিয়ে আসে। পরে পুলিশ ডাকাত দীপককে সদর হাসপাতালে ভর্তি করেন। রাতে পুলিশ প্রহড়ায় ডাকাত দীপকের চিকিৎসা চলে হাসপাতালে। এ ব্যাপারে সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, দীপকের বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন থানায় ছিনতাই ডাকাতি ধর্ষন ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রায় ডজন খানেক মামলা রয়েছে। সম্প্রতি শহরের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনার সাথে সে জড়িত রয়েছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করতে অভিযান চালালে পুলিশের উপর ডাকাত দীপকের সহযোগিরা হামলা করে। এতে পুলিশের দারোগাসহ ৫ জন আহত হয়। তিনি বলেন এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রথম পাতা
শেষ পাতা