ব্যভিচারের অভিযোগে বাহুবলের পুরুষ-মহিলা ঢাকায় গ্রেফতার
তারিখ: ২৫-অক্টোবর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

ব্যভিচারের অভিযোগে ঢাকার আশুলিয়া থানা পুলিশ ২ পুরুষ মহিলাকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া পুরুষ-মহিলাদের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার তগলী গ্রামে। জানা যায়, তগলী গ্রামের নাছিমা আক্তার নামের এক মহিলাকে ভাগিয়ে নেয় একই গ্রামের এখলাছুর রহমানের পুত্র আতাউর রহমান আকছির। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় স্বামীর বাড়ির নগদ টাকাসহ অনুমান ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় তারা। এ ব্যাপারে চুরি ও ব্যভিচারের অভিযোগে আতাউর রহমান আকছিরসহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে আদালত তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেন। ইতিমধ্যে ঢাকার আশুলিয়া থানা পুলিশের কাছে তথ্য আসে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় ২ পুরুষ-মহিলা বিবাহ বহির্ভুতভাবে বসবাস করে আসছেন। আশুলিয়া থানা পুলিশ ১৯ অক্টোবর তারিখে তাদেরকে আটক করেন। আটকের পর আশুলিয়া থানা পুলিশ জানতে পারে হবিগঞ্জে ওই দুই জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এবং কোর্ট থেকে ইতিমধ্যে ওয়ারেন্টও ইস্যু করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ গ্রেফতার হওয়া পুরুষ মহিলাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। বর্তমানে আকছি মিয়া ও পালিয়ে যাওয়া গৃহবধু ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় আছে। এদিকে আতাউর রহমান আকছির মিয়া ও নাছিমা আক্তার ঢাকায় গ্রেফতার হয়ে জেল হাজত ভোগ করার বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপাক আলোচনা সমালোচনা হয়। এব্যাপারে মামলার বাদী খলিলুর রহমান জানান- আমার ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত। আমি নিজে দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমার উপার্জিত লক্ষ লক্ষ টাকা আতাউর রহমান আকছির মিয়া আত্মসাত করেছে। অবশেষে আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। আতাউর রহমান আকছির গ্রেফতার হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি তাদের শাস্তি দাবী করেন।