পৌর কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছে স্থানীয়রা ॥ শহরের পুরান মুন্সেফী এলাকায় ড্রেন পরিষ্কার না করায় বাড়ছে মশার উৎপাত-দুর্গন্ধ
তারিখ: ৭-ডিসেম্বর-২০১৬
নিরঞ্জন গোস্বামী শুভ ॥

হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় একাধিক ড্রেন পরিষ্কার না করায় ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। ফলে একদিকে যেমন ছড়াচ্ছে দুর্গন্ধ অপরদিকে বাড়ছে মশার উৎপাত। আর এতে করে জন জীবন অতিষ্ঠ হয়ে উঠছে ওই এলাকার বসবাসরত সাধারণ জনগণের। স্থানীয়দের অভিযোগ পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণেই এসব সমস্যার সম্মুখীন হচ্ছেন জনসাধারণ। স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পুরান মুন্সেফী এলাকায় দীর্ঘদিন যাবত একাধিক ড্রেন পরিষ্কার করছে না পৌর কর্তৃপক্ষ। ফলে ওই সব ড্রেনে ময়লা আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। শুধু তাই নয়, পৌর কর্তৃপক্ষের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে মশা নিধন কর্মসূচির প্রেক্ষিতে ¯েপ্র দিয়ে নিধন করা হলেও পুরান মুন্সেফী এলাকায় তা করা হয়নি। আর এতে করে ওই এলাকার লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবী, শীঘ্রই যেন পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

শেষ পাতা