শহরতলীর বহুলায় সরকারী কর্মচারীকে পিটিয়ে আঙ্গুল কর্তন
তারিখ: ৭-ডিসেম্বর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরতলীর বহুলা ঈদগাহ,র সামনে জোরপূর্বক অবৈধ ট্রাক্টর রাখতে বাধা দেয়ার এক ব্যক্তির হাতের আঙুল কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায়। আহত অবস্থায় ওই ব্যক্তিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্র জানায়, গত সোমবার বিকেলে ওই গ্রামের আবজল মিয়ার পুত্র সুজন মিয়া শহরের বহুলা ঈদ গাহের সামনে জোরপূর্বক অবৈধ ট্রাক্টর রাখতে যায়। এ সময় হবিগঞ্জ জজকোট-এর মাধবপুর কোর্টের নাজির ওই গ্রামের বাসিন্দা এস এম মনছুর শামীমসহ এলাকাবাসী তাকে ওই স্থানে ট্রাক্টরটি রাখতে বাধা দেন। এ সময় সুজন মিয়া তার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে। এ সময় উপস্থিত মুরুব্বিয়ান বিষয়টি সমাধান করে দেন। পরে গতকাল মঙ্গলবার সকালে এস এম মনছুর শামীম ওই ঈদগাহ এলাকায় মাটি কাটার কাজ তদারকি করতে যায়। এ সময় পূর্বের ঘটনার জের ধরে পূর্ব থেকে উ॥পেতে থাকা সুজন, শাহজাহান, মিলন ও মোহন মিয়া তার উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা শামীমের আঙুল কর্তন করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। আহত শামীম ওই গ্রামের এস এম রজব আলীর পুত্র।

শেষ পাতা