হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মুক্ত দিবস উদযাপন
তারিখ: ৭-ডিসেম্বর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

৬ ডিসেম্বর ছিল হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় হবিগঞ্জ জেলা। তৎকালীন কমান্ডার ও বর্তমান মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার আব্দুস শহীদের নেতৃত্বে ৩৩ জনের একটি দল পাকহানাদার বাহিনীর কবল থেকে হবিগঞ্জ শহরকে মুক্ত করেন। গতকাল দিবসটি স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করেছে হবিগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল ১০টায় মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠিত র‌্যালিটি হবিগঞ্জ শহর প্রদক্ষিন করে। পুস্পস্তবক অর্পন ও র‌্যালিতে অংশগ্রহন করেন, জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, এডিএম এমরান হোসেন, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু জাকির সিকান্দর, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল সহিদ, বীর মুক্তিযোদ্ধা ও হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিকসহ হবিগঞ্জ সদর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। এছাড়াও চুনারুঘাট ও মাধবপুর উপজেলায়ও অনুরূপ কর্মসূচি পালন করে সংশ্লিষ্ট ইউনিট কমান্ড।

শেষ পাতা