শহরে সম্পদের লোভে বৃদ্ধ পিতাকে হত্যার ষড়যন্ত্র ॥ পুত্র কন্যার বিরুদ্ধে মামলা
তারিখ: ১০-ডিসেম্বর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

অসুস্থ্য পিতাকে হত্যার ষড়যন্ত্র করছে এক পুত্র ও কন্যা। তাদের একটাই উদ্দ্যেশ্য পিতাকে হত্যা করে মূল্যবান সম্পদ হাতিয়ে নেয়া। এভাবে কয়েকবার পুত্র ও কন্যার হত্যা চেষ্টার মুখোমুখি হতে ফিরে আসতে সক্ষম হন হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার হাছন আলী ওরফে তৈয়ব আলী। প্রাণের ভয়ে তিনি শহরের নিজের বাসায়ও থাকতে পারছেন না। হাছন আলীর আশংকা সম্পদের লোভে পুত্র কন্যা ও স্ত্রী তাকে বিষ খাইয়ে হত্যা করতে পারে অথবা শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারে। এমন এক নৃশংস ষড়যন্ত্রের ঘটনা বারবার ঘটছে শায়েস্তানগর এলাকায়। হত্যার মুখোমুখি থেকে ফিরে আসতে সক্ষম হলেও পুত্র কন্যা ও স্ত্রী নিজ নিজ নামে মূল্যবান কোটি টাকার সম্পদ জোরে বলে দলিল করিয়ে নিতে সক্ষম হয়েছেন। সেই দলিল বাতিলের জন্য বৃদ্ধ হাছন আলী ইতিমধ্যে মামলা দায়ের করেছেন। নিজের প্রাণ বাচাতে পালিয়ে থাকা হাছন আলীকে নিজের কাছে পেতে ১০০ ধারায় মামলা দায়ের করেন স্ত্রী আয়েশা খাতুন। নিজের কাছে নিয়ে আসার পিছনে স্ত্রীর দুর্ভিসন্ধি রয়েছে বলে মনে করেন হাছন আলী। মারাত্মক শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হাছন আলীকে পুলিশ দিয়ে ধরিয়েও আনা হয়। কোর্টে এসে হাছন আলী জানান- ১০০ ধারায় মামলা দায়ের করা স্ত্রীর কাছে তার জীবন নিরাপদ নয়। তিনি স্ত্রীর কাছে যেতে চান না। কোর্ট হাছন আলীর ইচ্ছানুযায়ী তাকে জিম্মায় প্রদান করেন। হত্যার ষঢ়যন্ত্র, জমিজমা জোরেবলে দখল করে নেয়া, টাকা পয়সা চুরি করে নেয়ার অভিযোগে পুত্র সাইদুর রহমান মাসুম, কন্যা তাছলিমা আক্তার কান্তা, কন্যার স্বামী শেখ মোঃ মহসিন এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হাছন আলী। হাছন আলী আশা প্রকাশ করেছেন- জীবিত থাকা অবস্থায় তিনি তার সকল সম্পত্তি ষড়যন্ত্রকারী পুত্র কন্যা স্ত্রীর কাছ থেকে ফিরে পাবেন। একই সাথে তাকে বৃদ্ধ বয়সে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেয়ার অভিযোগে তাদের বিচার হবে।