বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীদের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন
তারিখ: ১০-ডিসেম্বর-২০১৬
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর র‌্যালি ও এক আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবিনা আলমসহ সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ বক্তব্য দেন। সভায় বেগম রোকেয়ার আদর্শ ও কর্মময় জীবনের উপর আলোকপাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আবু জাহির বলেন, ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙ্গে নারী জাতির মধ্যে ছড়িয়ে দেন শিক্ষার আলো। ক্ষুরধার লেখনির মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হানেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে পশ্চাৎপদ নারী সমাজকে আলোর পথ দেখান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের নারীদের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। যার ফলশ্র“তিতে বর্তমানে দেশের উন্নয়নে নারীরাও ভূমিকা রাখছে।