শহরে প্রেমের ফাঁদে ফেলে মোবাইল চোরকে ধরিয়ে দিলেন প্রবাসীর স্ত্রী
তারিখ: ১০-ডিসেম্বর-২০১৬
রায়হান আহমেদ মুন্না ॥

কুয়েত প্রবাসীর স্ত্রীর প্রেমের ফাঁদে পড়ে পুলিশের খাঁচায় বন্দি হল মোবাইল চোর। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হাতিরথান গ্রামে। গতকাল শুক্রবার বিকাল ৪টায় অভিনব কৌশলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামন থেকে ওই মোবাইল চোরকে আটক করে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, গত ১৯ নভেম্বর ওই গ্রামের কুয়েত প্রবাসী কুদ্দুছ আলীর বাসা থেকে তার স্ত্রীর ব্যবহৃত একটি স্মার্ট ফোন চুরি হয়। চুরির ঘটনার পর ওই মোবাইলে ব্যবহৃত সিমটি বন্ধ থাকলেও ইমো একাউন্টটি সচল ছিল। বিষয়টি আচঁ করতে পেরে প্রবাসী কুদ্দুছ আলীর স্ত্রী রিনা আক্তার অপর আরেকটি ইমো একাউন্ট থেকে ওই একাউন্টে চ্যাট করলে সাড়া দেয় মোবাইল চোর। এক পর্যায়ে মোবাইল চোর রিনা আক্তারের প্রতি আকৃষ্ট হয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। রিনা আক্তারও চালিয়ে যান প্রেমের অভিনয়। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার উভয়ে সিদ্ধান্ত নেয় সাক্ষাতের। এদিকে, বিষয়টি গোপনে হবিগঞ্জ সদর থানা পুলিশকে অবহিত করেন রিনা আক্তার। বিকাল ৪টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামনে পুলিশ ও রিনা আক্তার ফাঁদ পাতেন কথিত প্রেমিকরূপী ওই মোবাইল চোরকে ধরার জন্য। অবশেষে ওই ফাঁদে ধরা পড়ে সে। পুলিশ জানায়, কথিত প্রেমিকরূপী ধৃত ওই মোবাইল চোর সদর উপজেলার আব্দাবকাই গ্রামের লাল মিয়ার পুত্র এনজিও কর্মী মোজাম্মেল হক। জিজ্ঞাসাবাদের জবাবে আটক মোজাম্মেল হক জানায়, সে মোবাইলটি রিনা আক্তারের প্রতিবেশী ঝাড়– মিয়ার পুত্র দুলন মিয়ার কাছ থেকে ৩ হাজার টাকায় ক্রয় করেছে।