চুনারুঘাটে স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে বখাটেকে এক মাসের কারাদন্ড
তারিখ: ২২-জানুয়ারী-২০১৭
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাটে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে বখাটে যুবক সুমন মিয়া (১৮) কে ভ্রাম্যমান আদালত ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেওরগাছ অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে একই উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে কাঠমিস্ত্রী সুমন মিয়া (১৮) দীর্ঘদিন ধরে স্কুলে আসা যাওয়ার পথে উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে ছাত্রী স্কুলে আসার পথে পথিমধ্যে সুমন মিয়াসহ তার তিন সহযোগিকে নিয়ে ছাত্রীর পথরোধ করে ইভটিজিং করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ছাত্রীর শোর চিৎকারে এলাকার লোকজন ও ছাত্রীর স্বজনরা এগিয়ে আসলে সুমনকে আটক করা হলে সে ক্ষুর দিয়ে ছাত্রীর ভাইয়ের বাম হাতে আঘাত করে। এসময় তাকে জনতা আটক করে স্কুলে নিয়ে যায়। পরে বিষয়টি চুনারুঘাট থানাকে অবগত করা হলে এসআই কাশী শর্মার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে বখাটে যুবককে থানায় নিয়ে আসে। পরে তাকে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজাম মুনিরা ভ্রাম্যমান আদালত বসিয়ে  সুমন মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

প্রথম পাতা