চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি নিহত
তারিখ: ২২-জানুয়ারী-২০১৭
রায়হান আহমেদ মুন্না ॥

চুনারুঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাহেদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, পাইকপাড়া ইউনিয়নের বাঘমারা গ্রামের সুরুজ আলীর সাথে প্রতিবেশী নয়ানী বনগাও গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র আব্দুল মন্নান (৪০) এর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এর জের ধরে গতকাল ওই সময় আব্দুল মন্নানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুরুজ আলীর বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় সুরুজ আলী (৬০), তার পুত্র সাহেদ মিয়া (৩৫) ও সুহেল মিয়া (২২) বাঁধা দিলে তাদের উপর হামলা চালায় মন্নান মিয়ার লোকজন। এক পর্যায়ে হামলাকারীরা সাহেদ মিয়াকে ফিকল দিয়ে পেটে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সাহেদ মিয়া বিকাল ৩টার দিকে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আব্দুল মন্নান ও তার লোকজন আত্মগোপন করে। অপর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সাহেদ মিয়া নিহত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাত ৯টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি কিংাব কেউ গ্রেফতার হয়নি।

প্রথম পাতা