সিপাহ্সালার সাইয়্যেদ নাসিরুদ্দীন একাডেমির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
তারিখ: ২১-ফেব্রুয়ারী-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

গত ১৬ই ফেব্র“য়ারি অত্র বিদ্যালয়ের রেক্টর মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি মোঃ সৈয়দ আবুল কাওছারের পরিচালনায় সিপাহ্সালার সাইয়্যেদ নাসিরুদ্দীন একাডেমির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ ফিরোজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কাজী মাওলানা মুখলিছুর রহমান। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র তুষার হাসান। উদ্বোধনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এসএম নাদির শাহ। শিক্ষকের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল-মামুন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিপাহ্সালার সাইয়্যেদ নাসিরুদ্দীন একাডেমি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। যেখানে আরবী শিক্ষার অনন্য সুযোগ রয়েছে, যা হবিগঞ্জের ইতিহাসে সফলতার ৩১ বছরে পদার্পন করেছে। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তোরত্তোর মঙ্গল কামনা করছি। এতে আরো উপস্থিত থেকে অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন যথাক্রমে শাহীন চৌধুরী, মহিউদ্দিন প্রমুখ।

শেষ পাতা