শহরে বন্য বানরের কামড়ে শিশুসহ আহত ১০ ॥ পৌরবাসী অতিষ্ঠ
তারিখ: ২১-ফেব্রুয়ারী-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরে কয়েকটি বন্য বানরের কামড়ে শিশুসহ ১০ নারী-পুরুষ আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ওই বন্য বানর গুলোর  যন্ত্রনায় অতিষ্ট হয়ে পড়েছেন হবিগঞ্জ পৌরবাসী। ওই বানর গুলো বিভিন্ন সময়ে পৌর এলাকার বিভিন্ন বাসার সামনের থাকা লোকজনকে আচরে ধরে এবং বিভিন্ন খাবার ছিনিয়ে নিয়ে যায়। অনেক চেষ্টা করেও ওই বানর গুলো ধরা সম্ভব হচ্ছেনা বলে জানান অনেকেই। গতকাল সোমবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শহরের উত্তর শ্যামলী, দক্ষিণ শ্যামলী ও পুরানমুন্সেফী এলাকায় বন্য বানরের কামড়ে শিশুসহ ১০ নারী-পুরুষ আহত হন। আহত অবস্থায় ওই এলাকার সৈয়দা ইশা (৫), ঝর্ণা গোপ (৬০), সেলিম (১০), রিপ মোদক (২) সহ ১০ জন আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, শহরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বন্য বানর এর বিচরণ দেখা যাচ্ছে। কিন্তু কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দিন দিন বন্য বানরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে।

শেষ পাতা