কটিয়াদি তেলীখাল নদীর পাশ ভরাট করে দখল করছে একটি চক্র
তারিখ: ২১-ফেব্রুয়ারী-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর উপজেলা শর্ফিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে প্রাচীন সরকারী তেলিখাল নদী। এতে ঐ নদীর পানির সেচ দিয়ে এলাকার কৃষিজীবিরা ফসল উত্তোলন করে আসছে। সম্পতি ঐ এলাকার আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি নদীর পাস মাটি দিয়ে ভরাট করে জোর পূর্বক দখল করে নিয়েছে। এতে গ্রাম বাসির মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় ওই এলাকার সরকারি তেলিখাল নদীর পার মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। শুধু তাই নয় গ্রামবাসী লোকজন এবিষয়ে প্রতিবাদ করলে চক্রটি বাধা অপেক্ষা করে মাটি ভরাট করছে। এতে করে যে কোন সময় শরীফপুর গ্রামের দু’দল লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। এমন পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

শেষ পাতা