আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ॥ একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনতার ঢল
তারিখ: ২১-ফেব্রুয়ারী-২০১৭
আখলাছ আহমেদ প্রিয় ॥

মহান ২১ ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানাতে বৃন্দাবন সরকারি কলেজ এ অবস্থিত হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের ঢল নামে। সকল শ্রেণী পেশার লোকজন জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টা ১ মিনিটে সর্বপ্রথম জাতির শ্রেষ্ঠ সন্তানদের যৌথভাবে শ্রদ্ধা জানান হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির, জেলা প্রশাসক সাবিনা আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ।

এরপর জেলা আওয়ামীলীগ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, হবিগঞ্জ প্রেস ক্লাব, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ, জেলা বিএনপি, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা বঙ্গবন্ধু যুব পরিষদ, জেলা শ্রমিকলীগ, জেলা যুবদল, জেলা ছাত্রলীগ, জেলা ছাত্রদল, জেলা জাসদ, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগ, জেলা মানবাধিকার সংস্থা, রোটার‌্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল, জেলা প্রাক্তন সৈনিক সংস্থাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা জানাতে গতকাল রাত ১০ টা থেকেই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা পুস্পস্তবক সহকারে শহীদ মিনার প্রাঙ্গনে ভীড় জমায়। ১২ টা ১ মিনিটের পর  থেকে শুরু হয় পুস্পস্তবক অপর্ন। এতে করে ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনার ।

এদিকে,  শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করাকে কেন্দ্র করে শহীদ মিনারের আশপাশে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল।

শেষ পাতা