শ্মশানঘাটে কালিপূজা পরিদর্শনকালে জিকে গউছ ॥ আমি কর্মের মাধ্যমে বেচে থাকতে চাই কাজ করতে চাই মানুষের কল্যাণে
তারিখ: ২৬-ফেব্রুয়ারী-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শ্মশানঘাটে অনুষ্ঠিত কালিপূজা পরিদর্শণ করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল শনিবার রাত সাড়ে ৮টার সময় শ্মশানঘাটে কালিপূজা পরিদর্শণ করতে যান। এ সময় শ্মশান কমিটির সভাপতি সুখলাল সুত্রধর ও সাধারণ সম্পাদক পিনাকী চৌধুরী মেয়রকে স্বাগত জানান। পরিদর্শণকালে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে মেয়র জি কে গউছ বলেন- আমি বেচে থাকতে চাই কর্মের মাধ্যমে। কাজ করতে চাই মানুষের কল্যাণে। আমার কাছে বিএনপি আওয়ামীলীগ নেই। পৌরসভার দায়িত্ব পালনকালে আমার কাছে সবাই সমান। মেয়র হিসেবে আমি সকল ধর্মের সেবক। তাই সকলের সহযোগীতায় হবিগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করেছি। ভবিষ্যতে হবিগঞ্জ শহরকে একটি উন্নত শহরে রূপান্তর করতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। মেয়র বলেন-ষড়যন্ত্র করে বেশি দিন ক্ষমতার বাহিরে রাখা যাবে না। হবিগঞ্জ পৌরবাসী আমাকে ৫ বছরের জন্য মেয়র নির্বাচিত করেছেন। পৌরবাসী আমাকে ভালবাসেন, আমিও পৌরবাসীকে ভালবাসি। পৌরবাসী শত প্রতিকুলতার মধ্যেও আমাকে ভোট দিয়ে ৩ বার মেয়র নির্বাচিত করেছেন। আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি সারাজীবন পৌরবাসীর কাছে ঋণী হয়ে থাকব। এ সময় মেয়রের সাথে পৌর যুবদলের আহ্বায়ক সফিকুর রহমান সিতু, যুবদল নেতা হেলাল আহমেদ টিপু, ছাত্রদল নেতা রুমেল খান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রথম পাতা
শেষ পাতা