শিবপাশায় বিদ্যুৎ দেয়ার নামে দেড় লাখ টাকা আত্মসাত ॥ মামলা দায়ের
তারিখ: ২৬-ফেব্রুয়ারী-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলার শিবপাশা গ্রামে কয়েকটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে প্রতারণার মাধ্যমে দেড় লাখ টাকা আত্মসাত করেছে আব্দুল আহাদ ও মাহবুবুর রহমান নামে দুই ব্যক্তি। এদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে প্রকাশ, গত ১০ জুলাই শিবপাশা গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র হাজী আব্দুল নুরসহ কয়েকটি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ১ লাখ ৫০ হাজার টাকা নেয় একই গ্রামের আতিক উল্লাহর পুত্র আব্দুল আহাদ ও সুফি মিয়ার পুত্র মাহবুবুর রহমান। পরে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে না পেরে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও মুরুব্বীয়ানদের উপস্থিতিতে উল্লেখিত পরিমান টাকা ফেরত দেয়ার প্রতিশ্র“তি দেয়। কিন্তু পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি-দমকি দিতে শুরু করে। এরপর উপায়ন্তর না দেখে আব্দুল আহাদ ও মাহবুবুর রহমানকে আসামী করে হবিগঞ্জ-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন হাজী আব্দুর নুর। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান বরাবরেও একটি অভিযোগ দায়ের করেন তিনি। আদালতে দায়ের করা মামলাটি বর্তমানে তদান্তাধিন রয়েছে। এদিকে, মামলা দায়েরের পর থেকে ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও মামলার বাদিকে হুমকি-দমকি দিচ্ছে আসামীরা। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে যে কোন সময় অনাকাঙ্খিত ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।

প্রথম পাতা
শেষ পাতা