মানবাধিকার সংস্থা এইচ আর এইচ এফ-এর উদ্যোগে ॥ চুনারুঘাটে পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের সৃষ্ট বিরোধ নিস্পত্তি
তারিখ: ২৬-ফেব্রুয়ারী-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

ইউম্যান রিসোর্স এন্ড হেল্থ ফাউন্ডেশন (এইচ আর এইচ এফ) আইনী সহায়তা তদন্ত মানবাধিকার সংস্থার উদ্যোগে চুনারুঘাটে পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের সৃষ্ট বিরোধ নিস্পত্তি করা হয়েছে। গত ২৩ ফেব্র“য়ারী উপজেলার দুধপাতিল গ্রামের শফিক মিয়ার সাথে তার পিতা আবুল হাসান ও ভাই ম্ক্তুার মিয়ার পারিবারিক বিষয়টি নিস্পত্তি করা হয়। জানা যায়, ওই গ্রামের শফিক মিয়া তার পিতা মোঃ আবুল হাসান ও ভাইদের অত্যাচারে নিজের ভিট বাড়ি  ত্যাগ করে শ্বশুর বাড়িতে বসবাস করেন। ১৯৯৩ সনে শ্বশুর বাড়ির লোকজনের আর্থিক সহযোগীতায় বিদেশ গিয়ে আয়ের টাকা তার পিতাকে দেন এবং তার ছোট ভাই মুক্তার মিয়াকে বিদেশ নেন। পরে তাদের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়। তাদের মধ্যে থাকা সৃষ্ট বিরোধ মিমাংসার লক্ষে উপজেলা চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা সিদ্ধান্ত নিলেও এর কোন সুরাহ হয়নি। তারা উভয় পক্ষই মুরুব্বীয়ানের সিদ্ধান্ত না মেনে বিরোধটিকে আরো জটিল করে তোলেন। পরে উক্ত বিষয়ে ইউম্যান রিসোর্স এন্ড ফাউন্ডেশ (এইচ আর এইচ এফ) আইনী সহায়ত তদন্ত ও বিচার মিমাংশা মানবাধিকার সংস্থা অবগত হলে গত ২৩ ফেব্র“য়ারী মানবাধিকার সংস্থার জেলার কো-অডিনেটর ও নির্বাহী পরিচালক মোঃ হোসেন খান এর নেতৃত্বে টিমের জেলা সচিব ও নির্বাহী পরিচালক একান্ত সচিব প্রশাসন এডিএম দাবিরুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদিক নেহার চৌধুরী , মানবাধিকার কর্মী ও সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, আবুল কালাম মাস্টার, এডভোকেট মাসুদ মিয়াসহ সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থার প্রচেষ্টায় শফিক মিয়া  ও তার ভাই মুক্তার মিয়ার বাড়ির জমিজামা নিয়ে সৃষ্ট বিরোধ নিস্পত্তি করা হয়। মানবাধিকার সংস্থার জেলার কো-অডিনেটর ও নির্বাহী পরিচালক মোহাম্মদ হোসেন খান উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার মুরুব্বিয়ানের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে বিচার সালিশ মিমাংশা করার প্রদক্ষেপ গ্রহন করলে এ বিষয়টি নিস্পত্তি হয় বলে তিনি জানান।

প্রথম পাতা
শেষ পাতা