বজ্রকন্ঠে ঘোষণা- ‘অসামাজিকতা-অপসংস্কৃতি বরদাশ্ত হবে না’ ॥ বিক্ষুদ্ধ তৌহিদী জনতার পদভারে প্রকম্পিত বাহুবল
তারিখ: ২৪-মার্চ-২০১৭
দিদার এলাহী সাজু ॥

ধর্মপ্রাণ মানুষের দেশে ‘অসামাজিকতা-অপসংস্কৃতি বরদাশ্ত হবে না’ বজ্রে কন্ঠে এমন ঘোষণাই দিয়েছেন বাহুবলের শীর্ষ আলেম-উলামা। গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। এ সময় হাজার হাজার বিক্ষুদ্ধ তৌহিদী জনতার পদভার আর গগণ-বিদারী মুহুর্মুহু শ্লোগানের বিস্ফোরণে প্রকম্পিত হয়ে উঠে গোটা বাহুবল সদর। সমাবেশে বক্তারা বলেন, ‘ওলি-আউলিয়া, উলামা-মাশায়েখ আর ধর্মপ্রাণ মানুষের পূণ্যভূমি বাহুবলে মদ, জুয়াসহ কোন ধরণের অসামাজিক কার্যকলাপ ও অপসংস্কৃতির চর্চা বরদাশ্ত করা হবে না। প্রয়োজনে জীবনবাজি রেখে রাজপথে আন্দোলন করবে তৌহিদী জনতা। সামাজিক পরিবেশ কুলষিত করার অপচেষ্টাকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত বাহুবলবাসী’। বক্তারা আরো বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রীমকোর্টে কোন মূর্তি থাকতে পারে না। অবিলম্বে মূর্তি অপসারণ করতে হবে। অন্যথায় এদেশের মুসলমানরা রাস্তায় নামতে বাধ্য হবে। আর ধর্মপ্রাণ মানুষ রাস্তায় নামলে কী হয়- তা সবাই জানেন’। বক্তারা রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান’। উপজেলা সদরের কাসিমুল উলুম মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন কাসিমুল উলুম মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস আল¬ামা মুনির উদ্দিন। একই মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক ও মাওলানা আব্দুল হাই বাহুবলী’র পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী আনছারী, ডুবাঐ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল¬াহ আকিলপুরী, প্রখ্যাত মুফাচ্ছির ও চলিতাতলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, মাওলানা ক্বারী হোসাইন আহমেদ, মাওলানা আব্দুল কাইয়ূম জাকী, হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুল বছির, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, মাওলানা আবুল কালাম আজাদ, বাজার মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম, মাওলানা শাইখুল ইসলাম, হাফেজ আব্দুন নূর, মাওলানা জাবের আল হুদা চৌধুরী, মাওলানা আব্দুল আহাদ আজাদ ও মাওলানা আব্দুল জলিল প্রমুখ।

প্রথম পাতা