শহরের উত্তর শ্যামলী এলাকায় দিনে দুপুরে বাসা বাড়িতে হামলা ভাংচুর
তারিখ: ২৪-মার্চ-২০১৭
নিরঞ্জন গোস্বামী শুভ/আজিজুল ইসলাম সজিব ॥

হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকার এক বাড়িতে দিনে দুপুরে হামলা ও ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় বাঁধা দিতে গিয়ে অন্তস্বত্তা গৃহবধুসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা সিএনজি অটোরিকশা (হবিগঞ্জ-থ-১১-০৪৪৪) ভাংচুর করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই এলাকার ফুল মিয়া তার সিএনজি বাসার সামনের সড়কে রেখে বাসায় যান। এ সময় তার বাসার সামনে নির্মাধানীন ভবনের মালামাল বোঝাই ট্রাক ওই সড়কে দিয়ে আসে। তখন ট্রাক চালক ও হেলপার সিএনজিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় ফুল মিয়ার পুত্র কাঞ্চন মিয়া প্রতিবাদ করলে ট্রাক চালক ও হেলপার ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে নির্মাণাধীন ভবনের রাজমিস্ত্রিরা এগিয়ে এসে কাঞ্চনকে বেধড়ক প্রহার করে। পরে ফোনের মাধ্যমে গ্রাম থেকে বহিরাগতদের নিয়ে আসে। তারা একজোট হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফুল মিয়ার সিএনজি ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। এঘটনায় এলাকাবাসির মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে বহিরাগত যুবকরা তাদের উপরও হামলা চালায়। হামলায় ফুল মিয়ার পুত্রবধূ ৬ মাসের অন্তস্বত্তা মাহমুদা আক্তার ময়না (২৫) তার স্বামী উজ্জল মিয়া (৩০), কাঞ্চন (২২) ও ছোরাব আলীর পুত্র যুবদল কর্মী মঞ্জু মিয়া (৩৫) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রথম পাতা