আকবর সভাপতি ও মানিক সাধারণ সম্পাদক ॥ বানিয়াচঙ্গে উৎসব মুখর পরিবেশে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
তারিখ: ২৪-মার্চ-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখা ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি মোঃ গোলাম আকবর চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মোঃ আহসান হাবীব মানিক, যুগ্ম সম্পাদক পদে মিটন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক পদে নির্মল চন্দ্র আচার্য্য, সহ-সাংগঠনিক পদে ফখরুদ্দিন আহম্মদ নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে। ৩১০জন  ভোটারের মধ্যে ২৯৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্থানীয় উপজেলা সদরে মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫টি পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমীর হোসেন মাষ্টার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোঃ গোলাম আকবর চৌধুরী ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দ্বি মোঃ কামাল হুসেন পান ১২২। অপর প্রার্থী জাকির হোসেন ২২ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মোঃ আহসান হাবীব মানিক ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম  প্রতিদন্দ্বি গোলাম রব্বানী ১২৩ ভোট পান। যুগ্ম সম্পাদক পদে মিটন চন্দ্র দাশ ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্দ্বি মোঃ ইছহাক আহমদ ১২৪ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে নির্মাল চন্দ্র আচার্য্য ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম  প্রতিদ্বন্দ্বি মোঃ নূরুল ইসলাম পেয়েছেন ১১২ ভোট। অপর প্রার্থী মানস রঞ্জন দাশ পেয়েছেন ৪৮ ভোট। সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাওঃ ফখরউদ্দিন আহম্মদ ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মনিরুজ্জামান পেয়েছেন ১১০ ভোট। অপর প্রার্থী মাহমুদুর রহমান সিজিল পেয়েছেন ৫২ ভোট।

প্রথম পাতা