মুড়িয়াউক ইউনিয়ন কমপ্লেক্সের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ দিনরাত পরিশ্রম করে ভোটের মর্যাদা রাখার চেষ্টা করছি
তারিখ: ২৪-মার্চ-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের রুল মডেল। আমরা কারও উপর নির্ভরশীল না। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন নিজ অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ করা হবে। তিনি নিজের কথামতো নিজ অর্থায়নেই পদ্মাসেতুর কাজ শুরু করেছেন। আর সুন্দরভাবে শেষও হবে ইনশাল্লাহ। সম্প্রতি লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্সের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরও বলেন, আপনারা আমাকে দুই দুইবার ভোট দিয়ে নির্বাচিত করে হবিগঞ্জ-লাখাইবাসীর উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ দিয়েছেন। আর আমিও দিনরাত পরিশ্রম করে আপনাদের ভোটের মর্যাদা রাখার চেষ্টা করেছি। বর্তমান সময়ে হবিগঞ্জ-লাখাইয়ের শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, মসজিদ, মন্দির ও বিদ্যুতায়নই এর প্রমাণ দিবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।

মুড়িয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইয়ের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুছাইন। এছাড়াও উপস্থিত ছিলেন- সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ রেজাউদ্দিন আহমেদ দুলদুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদের নতুন ভবনটি নির্মাণ হবিগঞ্জ এলজিইডি।

প্রথম পাতা