শিবপাশা উচ্চ বিদ্যালয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন
তারিখ: ২৯-মার্চ-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শিবপাশা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম চৌধুরী সুমনের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন ও আব্দুল হামিদ এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার শিখা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তফসির মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামায়ূন বখতিয়ার। বক্তব্য রাখেন শিবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী এ কে এম আজাদ চৌধুরী, শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুহেল চৌধুরী, প্রবীন আওয়ামী লীগ নেতা ছোরাব আলী চৌধুরী ও প্রবীন মুরুব্বি জিয়াউর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আসাদ মিয়া, অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী নীল, অভিভাবক সদস্য মিজানুর রহমান চৌধুরী, অভিভাবক সদস্য মুশাহিদ মিয়া, অভিভাবক সদস্য অনুফা বেগম, শিক্ষানুরাগী সদস্য মিনারা খাতুন, উপজেলা যুব লীগ সহসভাপতি মোঃ নাহিদুল হাসান চৌধুরী সোহাগ, উপজেলা ছাত্র লীগ সহসভাপতি মামুন মিয়া, শিবপাশা ইউনিয়ন যুব লীগের সভাপতি মোবাশ্বির হোসেন চৌধুরী, বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য হারিছ আলী মেম্বার, মোঃ মহিবুল ইসলাম, ছাত্র লীগ নেতা সাদ্দাম হোসেন, হাদিছ মিয়াসহ এলাকার ব্যক্তিবর্গ, শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীবৃন্দ। স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পরিবারসহ সকল মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত ও দেশরতœ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা আসাদুল হক খান। উল্লেখ্য যে সকাল টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কর্মসূচী শুরু হয়।

প্রথম পাতা