রহমান আহ্বায়ক তাজুল সদস্য সচিব ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহ্বায়ক কমিটি গঠন
তারিখ: ২৯-মার্চ-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আওয়ামী মৎস্যজীবি লীগ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিবৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবি লীগ-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমানকে আহ্বায়ক ও বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন মৎস্য ও প্রাণী সম্পাদক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় মৎস্যজীবি লীগের সভাপতি নারায়ন চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল বাশার।

কমিটির অন্যান্যরা হলো যুগ্ম আহ্বায়ক মনোয়ার আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ রমিজ আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ আলম, সদস্য ওয়াকিবুর রহমান সুদীন, আব্দুল আহাদ, রেহান উদ্দিন রেনু, ডাঃ আতাহার আলী, হাজী শমশের আলী, হাফিজ মিয়া, জিয়াউল হক, আব্দুল কাদির, জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, সত্য রঞ্জন দাস, আব্দুল মালেক, আকমল হোসেন সজল, লিটন চন্দ্র দাস, বিদ্যাভূষন দাস, সুনীল চন্দ্র দাস, অনাধী রঞ্জন দাস, আব্দুল আহাদ, জালাল উদ্দিন, তাজুল ইসলাম, আকবর মেম্বার, শফিক মিয়া, এমএ মালেক, ছোয়াব আলী, জয়নাল আবেদীন, ডাঃ হারুনুর রশিদ সোহাগ প্রমুখ। উক্ত কমিটি আগামী ৩ মাসের মধ্যে সম্মেলন করে পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

প্রথম পাতা