বানিয়াচঙ্গে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির হাতে ৩ মহিলা রক্তাক্ত
তারিখ: ২৯-মার্চ-২০১৭
বানিয়াচং প্রতিনিধি ॥

বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ সোহেল ও তার ভাইদের হামলায় পাশের বাড়ির একই পরিবারের ৩ মহিলাসহ চারজন আহত হয়েছেন। বাড়ির সীমানা বিরোধের জেরে রোববার দুপুরে তাদের ওপর হামলা চালান স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাইয়েরা। গুরুতর আহত দুই বোন সাজেদা আক্তার (২০) ও নিলু আক্তারকে (৩০) বানিয়াচং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মা মনোয়ারা বেগম (৬০) ও তার ছেলে ধন মিয়া (২৮) একই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। হাসপাতাল সূত্র বলেছে, ধারালো অস্ত্রের আঘাতে জখমপ্রাপ্ত সাজেদার মাথায় ৯টি ও নিলুর মাথায় ৬টি সেলাই লেগেছে। আহতরা আর্থিকভাবে দুর্বল থাকায় তাদেরকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়নি। বানিয়াচং হাসপাতালে রেখেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। স্থানীয়রা জানান, উপজেলা সদরের বাসিয়াপাড়ার গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্ধি¦কারী আনোয়ার হোসেন ও পাশের বাড়ির ধন মিয়ার মধ্যে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ চল আসছে দীর্ঘদিন ধরে। সোমবার ওই ভূমির বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটেন ধনমিয়া। এ সময় প্রতিপক্ষ আনোয়ার বাঁধা দেন। এক পর্যায়ে আনোয়ার ও তার ফুফাত ভাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আশরাফ সোহেল, আরিফ বাপ্পী, মহিবুরসহ তাদের বাহিনী প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় একই পরিবারের ৩ মহিলাসহ চারজন আহত হন।

প্রথম পাতা