মাদক সম্রাট রাজু’র খুঁটির জোর কোথায় ? ॥ বহুলায় মাদক ব্যবসায়ী পিতা-পুত্রের বিরুদ্ধে র‌্যাব-ডিআইজি’র কাছে অভিযোগ
তারিখ: ২৯-মার্চ-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

শহরতলীর বহুলার কুখ্যাত মাদক সম্রাট রাজু মিয়া এখন লাখপতি নয়, কোটিপতি। অল্পদিনে সে তার পুত্র রুবেল মিয়া ও সহযোগীদের নিয়ে মাদক ব্যবসা করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। দিন দিন তার ব্যবসা জমজমাট হওয়ায় শহরতলীর বহুলাসহ বিভিন্ন স্থানে মোটা অংকের টাকা দিয়ে মূল্যবান জায়গা ক্রয় করেছে রাজু। এছাড়াও শহরের ঘাটিয়া বাজারে গড়ে তুলেছে কাপরের দোকান। তার এসব মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ছে এলাকার উঠনি বয়সের অনেক তরুন-তরুণী। সে কারনে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে যুব সমাজ। তার এসব অবৈধ কর্মকান্ডের প্রতিকার চেয়ে এলাকার বাসির পক্ষে ওই এলাকার মৃত সুলতান উল্লাহর পুত্র মোঃ আতর আলী সর্দার প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ ব্যাপারে প্রশাসনের কোন ভূমিকা না থাকায় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। এলাকার সচেতন মহল মনে করেন মাদক সম্রাট রাজু মিয়ার খুটির জোর কোথায় ?। এলাকাবাসী জানান, রাজুর প্রকৃত বাড়ি বাহুবল উপজেলার বৈনা গ্রামে। সেখান থেকে রাজুর পিতাকে বিতাড়িত করা হলে শহরের অনন্তপুরে বসবাস শুরু করে রাজু। তখন থেকে আবেদা ও জানু বেগম নামে দুই বোনকে নিয়ে মাদক ব্যবসা ও নারী ব্যবসার সাথে জড়িয়ে পড়ে রাজু। বিষয়টি আচ করতে পরে অনন্তপুর গ্রামবাসী রাজু ও তার সহযোগীদের বিতারিত করে। এরপর রাজু চলে যায় তেঘরিয়া গ্রামে। সেখানে রাজু একই ব্যবসা করলে ৫ গ্রামবাসী মিলিত হয়ে তাকে উচ্ছেদ করে। গ্রামবাসী তার গড়ে তুলা বিল্ডিং ভেঙ্গে ফেলে। শেষ মেশ আস্তানা গড়ে তুলে রাজু শহরতলীর বহুলা গ্রামে। সেখানে বিল্ডিং করে মাদক ব্যবসা করায় তার বিরুদ্ধে আদালতে দায়ের করা হয় প্রায় ১ ডজন মামলা। অনেক মামলায় তার সাজা হলেও টনক নড়েনি তার। এ ব্যাপারে প্রতিকার চেয়ে তার বিরুদ্ধে আতর আলী সর্দার লিখিত অভিযোগ দায়ের করলে সে বিভিন্ন মিথ্যা মামলায় তার নাম জড়িয়ে হয়রানী করছে এবং স্থানীয় পত্র-পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে মানহানী করতে অপ্রচারে লিপ্ত রয়েছে। তার এসব অসামাজিক কাজে অতিষ্ট হয়ে পড়েছেন এলাকাবাসী। এ ব্যাপার এলাকাবাসী সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প, ডিআইজি সিলেট রেঞ্জ ও মহা-পুলিশ পরিদর্শক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।

প্রথম পাতা