কওমী মাদরাসা বোর্ড হবিগঞ্জ এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন
তারিখ: ২৭-এপ্রিল-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

গতকাল বুধবার বোর্ডের কেন্দ্রীয় অফিস মাদরাসায়ে নূরে মদীনায় সালেহ সাদীর পরিচালনায় কার্যকরী কমিটির এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই কওমী মাদরাসা সনদের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হয়। সাথে সাথে এর বিরোধীতাকারীদের তীব্র নিন্দা জানানো হয়। এবং সুপ্রীম কোর্ট প্রাঙ্গন থেকে অতিসত্বর গ্রীক দেবী মূর্তি সরানোর দাবি জানানো হয়।

বৈঠকে আগামী ৫ম কেন্দ্রীয় পরীক্ষার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন- মাওঃ আজিজুল হক শাইলগাছী, মাওঃ ফয়জুল রহমান, মাওঃ মুতাহির আহমদ, মুফতি তাফাজ্জুল হক, মাওঃ ওলীউর রহমান, মাওঃ আল আমীন, মাওঃ আব্দুল কাইয়ুম জাকী, মাওঃ আব্দুল হাই, মাওঃ সুহাইল আহমদ, মাওঃ আব্দুল বছির, মাওঃ আব্দুশ শহীদ, মাওঃ আব্দুল লতিফ, মাওঃ আব্দুল হালিম, মাওঃ নিয়াজুর রহমান, মাওঃ জুনাইদ আহমদ, মাওঃ আমীমুল ইহসান প্রমুখ। পরিশেষে বন্যা কবলিত মানুষের জন্য বিশেষভাবে মোনাজাত করা হয়, এবং নিজ নিজ সামর্থ অনুযায়ী বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।

প্রথম পাতা