চুনারুঘাট থেকে মাদক সম্রাজ্ঞী আটক আড়াই লাখ টাকার গাজা উদ্ধার
তারিখ: ২৭-এপ্রিল-২০১৭
আজিজুল ইসলাম সজিব ॥

হবিগঞ্জ জেলায় মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। পুরুষের পাশাপাশি নারী শিশুরাও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করলেও এ ব্যবসা বন্ধ করা যাচ্ছে না। কিছুদিন কারাগারে থাকার পর আইনের ফাঁক-ফোকড় দিয়ে বেড়িয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে। এক শ্রেনীর মাদক ব্যবসায়ীরা দরিদ্র নারী ও শিশুদেরকে তাদের এ ব্যবসায় জড়াচ্ছে। গতকাল বুধবার রাত ৯টায় ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে সুজিয়া বেগম (২৮) নামে এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছেন। এ সময় তার হেফাজত থেকে ২৫ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য আড়াই লাখ টাকা হবে। সুজিয়া ওই গ্রামের প্রবাসী কাজল মিয়া তালুকদারের স্ত্রী। সুজিয়া দীর্ঘদিন ধরে তার স্বামী প্রবাসে থাকার সুবাদে শূণ্য থেকে কোটিপতি হওয়ার জন্য এসব ব্যবসা করে আসছে। একটি সূত্র জানায়, ভারত থেকে সীমান্ত দিয়ে গাজা, হিরোইন, আফিম, ফেনসিডিল ইত্যাদি মাদক দ্রব্য অবাধে আসছে বাংলাদেশে।

প্রথম পাতা