সৌদি আরবে বিএনপির অভিষেক অনুষ্ঠানে জি কে গউছ ॥ ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামীলীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না
তারিখ: ২৭-এপ্রিল-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

সৌদি আরবে বিএনপির আল জাহের অঞ্চল কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের সফল মেয়র আলহাজ্ব জি কে গউছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। জাহের আঞ্চলিক কমিটির সভাপতি এবর মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী সাবেক এমপি সৈয়দা আশরাফিয়া পাপিয়া, জেদ্দা মহানগর বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি খন্দকার হেলাল সিআইপি, মক্কা প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আফছার, সিনিয়র সভাপতি এম জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, মক্কা প্রাদেশিক শ্রমিকদলের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, মক্কা প্রাদেশিক যুবদলের সভাপতি মইনুল ইসলাম হায়দার, সৌদিআরব বিএনপির নেতা শাজাহান। সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ মোস্তাক আহমেদ, নজরুল ইসলাম কাওছার, মোহাম্মদ কাওছার, আবুল কাশেম প্রমুখ। সভায় মেয়র জি কে গউছ বলেন- সুষ্ঠ নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পায়। কারণ তারা জানে, দেশের মানুষ পরিবর্তন চায়। এই সরকারের বিদায় চায়। তাই ক্ষমতা হারানোর ভয়ে আওয়ামীলীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। আওয়ামীলীগ ভালো করেই জানে, অতীতে বাকশাল প্রতিষ্ঠা করে অত্যাচার নির্যাতন করায় ক্ষমতায় যেতে তাদের ২১ বছর লেগেছে। এবার জনগণের ভোটাধিকার দেয়া হলে আবার কখন কবে ক্ষমতায় আসবে তার হিসাব নেই। তাই আওয়ামীলীগ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তিনি বলেন- জনগণের ভোটে নির্বাচিত বিরোধী দলের জনপ্রতিনিধিদের অর্পিত দায়িত্ব পালনে বার বার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের উপর নির্যাতন-নিপীড়ন অব্যাহত রেখেছে। মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করছে। এ জন্য দলকে সংগঠিত করে সরকার বিরোধী কঠিন আন্দোলনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে।

প্রথম পাতা