লাখাইয়ে নৌ পুলিশ ফাড়ির জায়গা গো-চারণের জন্য লিজ ॥ টাকা হাতিয়ে নিচ্ছেন কর্তাব্যক্তিরা
তারিখ: ৩০-এপ্রিল-২০১৭
রায়হান আহমেদ মুন্না ॥

লাখাই উপজেলার মাদনা নৌ পুলিশ ফাঁড়ির জায়গা গো-চারণের জন্য অবৈধ ভাবে লিজ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এতে করে অবৈধ উপায়ে টাকা হাতিয়ে নিচ্ছেন নৌ পুলিশ ফাড়ির কর্তাব্যক্তিরা। এ ঘটনায় নিয়ে ওই এলাকায় শুরু হয়েছে নানান আলোচনা ও সমালোচনা। তবে লিজ দেওয়ার বিষয়টি অস্বীকার করলেও টং দোকান ভাড়া দেওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করেন নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ আল আমিন। স্থানীয় সূত্রে জানা যায়, মাদনা নৌ পুলিশ ফাড়ি প্রায় ১ একর আয়তনের জায়গা ২ বছর পুর্বে বাউন্ডারী দিয়ে নৌ পুলিশ ফাড়ির নিয়ন্ত্রনে নেয়। পরে ওই জায়গা গো-চারণের জন্য উন্মুক্ত রাখা হয়। সম্প্রতি নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ আল আমিন কোন ধরণের টেন্ডার ছাড়াই অবৈধ উপায়ে ওই জায়গা একই এলাকার অমুল্য রায়কে লিজ দেন। আর এতে করে ওই জায়গায় তিনি একাই গো-চারণ করে আসছেন। বিনিময়ে দিয়ে আসছেন টাকা। একই ভাবে মাদনা নৌ পুলিশ ফাড়ির সামনে অন্তত ৫টি টং দোকান তিনি অবৈধ ভাবে ভাড়া দিয়ে আসছেন। যা সরকারী কোষাগারে না গিয়ে কর্তাব্যক্তিরা পকেট ভাড়ি করছেন। তবে এ বিষয়ে নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ আল আমিনের কাছে জানাতে চাইলে তিনি জানান, গো-চারণের জন্য কোন জায়গা লিজ দেওয়া হয়নি। তবে টং দোকান গুলো টেন্ডার ছাড়াই ভাড়া দেওয়া হয়েছে।

প্রথম পাতা