চুনারুঘাটে মামলা দিয়ে হয়রাণীর অভিযোগ
তারিখ: ৩০-এপ্রিল-২০১৭
চুনারুঘাট প্রতিনিধি ॥

চুনারুঘাটে ঘর পুড়ানোর মিথ্যা অভিযোগ এনে চুনারুঘাট বাজারের ব্যবসায়ী, সরকারী চাকুরীজীবী, মাদ্রাসার ছাত্র  ও সৌদি প্রবাসীর উপর হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। জানাযায়, চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে শাহাব উদ্দিন মোল্লা গত ২১ ফেব্র“য়ারী তার ঘর পুড়ানোর অভিযোগ এনে একই গ্রামের আঃ খালেকের ছেলে চুনারুঘাট বাজারের ব্যবসায়ী ইউসুফ মিয়া (৩৫), হাফিজ মুনসুর এর ছেলে, চট্টগ্রাম হাটাজারী মাদ্রাসার ছাত্র মামুনুর রহমান (২৫), মৃত হাজী আঃ কাদিরের ছেলে আঃ খালেক (৫২), সরকারী চাকুরীজীবী মৃত আবু তাহেরের ছেলে ফারুক মিয়া (৩৫) ও সৌদি প্রবাসী আঃ মন্নানের ছেলে মুনসুর আহমেদ (৫০) এর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলার বাদী প্রতারনার আশ্রয় নিয়ে সরকারী ছুটির দিন মামলা দায়ের করে সরকারী চাকুরীজীবী ফারুকসহ আসামীদের হয়রানী করছে। উপজেলার ইনাতাবাদ গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন লোক জানান, ২১ ফেব্র“য়ারী আমাদের গ্রামে ঘর পুড়ার কোন ঘটনা ঘটেনি। তবে শাহাব উদ্দিন ও হাজী আঃ খালেকসহ অন্যান্য আসামীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এলাকাবাসী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

প্রথম পাতা