বানিয়াচঙ্গে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শিশুসহ দুই জন নিখোঁজের পর শিশুর লাশ উদ্ধার
তারিখ: ৩০-এপ্রিল-২০১৭
নিরঞ্জন গোস্বামী শুভ ॥

বানিয়াচং হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে শিশুসহ দুই জন নিখোঁজ হওয়ার ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে স্থানীয়রা হাওর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে অপর জনের খোজ এখন পাওয়া যাচ্ছে না। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলায় ঝড়-তুফান সৃষ্টি হয়। এ সময় বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের তেথারিয়া গ্রামের কৃষক জগানন্দ সরকারের একটি ধানের নৌকা স্থানীয় চাতল বিলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা তার ৮ বছরের শিশুপুত্র প্রদীপ সরকার নিখোঁজ হয়।

অপর দিকে একই সময়ে উপজেলার সাতাইল নদীতে ঝড়ের কবলে পড়ে একই উপজেলার পুকুড়া ইউনিয়নের আদমনগর গ্রামের রঞ্জন দাশ (৫০) নামে এক কৃষকের নৌকা। ঝড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এর পর থেকেই কৃষক রঞ্জন দাশ নিখোঁজ রয়েছে। এদিকে শনিবার দুপুরে স্থানীয় লোকজন চাতল বিলে নিখোজ শিশু প্রদীপের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দিলে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আহাদ জানান, স্থানীয় লোকজন লাশ ভেসে দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে বাড়িতে চলে আসে। তিনি জানান লাশ সৎকারেরজন্য ইউনিয়ন অফিসের পক্ষ থেকে তাৎক্ষনিক৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, নিখোঁজের ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

প্রথম পাতা