সামছুল হুদা সভাপতি-ফয়সল সহ-সভাপতি-আলমগীর সাধারণ সম্পাদক-আব্দুর রহমান কোষাধ্যক্ষ-জোয়েব দপ্তর সম্পাদক-মনিরুল সমাজ কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত ॥ হবিগঞ্জে ব্যক্সের নির্বাচনে শামছুল হুদা-আলমগীর প্যানেলের নিরঙ্কুশ বিজয়
তারিখ: ৩০-এপ্রিল-২০১৭
জাকারিয়া চৌধুরী ॥

হবিগঞ্জে উৎসবমুখরও শান্তিপুর্ণ পরিবেশে ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যকসের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে এক টানা এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম মিঞা, সদর থানার এসআই অরুপ কুমার চৌধুরী ও পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন। টানা ভোট গ্রহনের পর রাত ৯টার দিকে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম মিঞা ও প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মর্তুজা ইমতিয়াজ। নির্বাচনে সামছুলহুদা-আলমগীরের প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ী হয়। সভাপতি পদে মোঃ সামছুল হুদা ৬৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি সৈয়দ তোফায়েল ইসলাম কামাল পেয়েছেন ৪২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর ৫৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহ মোঃ জাহাঙ্গীর আলম সুমন পেয়েছেন ৪৯২ ভোট। সহ-সভাপতি পদে মীর একেএম জমীলুন্নবী ফয়সল ৫৩৮ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি গিরিন্দ্র চন্দ্র গোপ পেয়েছেন ৪৮৪ ভোট। কোষাধ্যক্ষ পদে হাজী আব্দুর রহমান তালুকদার ৫২৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ মখলিছ মিয়া পেয়েছেন ৪৮৭ ভোট। দপ্তর সম্পাদক পদে সৈয়দ জোয়েব হোসাইন ৫১৬ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ওয়াহেদুল আপ্তাবুল আলম রিপন পেয়েছেন ৪৮৭ ভোট। সমাজ কল্যাণ সম্পাদক পদে এসএম মনিরুল ইসলাম ৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি মোঃ আব্দুল কাইয়ুম পেয়েছেন ৪৪৮ ভোট। সদস্য পদে এবিএম মাহফুজুর রহমান (নোমান) পেয়েছেন ৭৯২ ভোট, মাজহারুল ইসলাম পেয়েছেন ৭২৪ ভোট, মোঃ নাজমুল হুদা পেয়েছেন ৭০১ ভোট, মোঃ সামছুল আলম পেয়েছেন ৬৯৭ ভোট, মোঃ মাহফুজ চৌধুরী পেয়েছেন ৬৫৮ ভোট, মোঃ সাকিব আহমেদ পেয়েছেন ৫৮২ ভোট, জহিরুল ইসলাম পেয়েছেন ৫১৬ ভোট, চন্দন কান্তি দাশ পেয়েছেন ৫০৭ ভোট। ফলাফল ঘোষনার পর বিজয়ী প্রার্থীদের ফুলের মালা ও মিষ্টি মুখ করান তাদের সমর্থকরা।

প্রথম পাতা