শায়েস্তাগঞ্জে রেলওয়ের জায়গা দখল করে ভূয়া তান্ত্রিক বাবুলের প্রতারণা
তারিখ: ১৯-মে-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জে রেলওয়ের জায়গা দখল করে আবারো ভেজাল ঔষধ বিক্রি শুরু করেছে ভূয়া কবিরাজ তান্ত্রিক বাবুল। সম্প্রতি ভ্রাম্যমান আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেন। কিছুদিন তার ভেজাল ঔষধ বিক্রি বন্ধ থাকে। এরপর সে পুনরায় ওই জায়গায় একটি ঘর নির্মাণ করে আবারো প্রতারণা ব্যবসা শুরু করেছে। ফলে গ্রামগঞ্জ থেকে আসা সহজ সরল মানুষ তার খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছেন। সূত্র জানায়, হারবাল সেন্টারের নামে বাবুল তান্ত্রিক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। বাংলাদেশ দেশীয় চিকিৎসকসমিতি (১৮৮০) এর নাম বিক্রি করে সে নতুন করে তার ভেজাল ঔষধ বিক্রি শুরু করেছে। তার কারণে প্রকৃত কবিরাজরা বিভ্রান্তিতে পড়ছেন। তার কাছ থেকে প্রতারিত হয়ে অনেক মানুষ পথে বসেছেন।

এ বিষয়টি প্রশাসনের নজরে এলে গত বছর নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলামের নেতৃত্বে তার দোকানে অভিযান চালান ভ্রাম্যমান আদালত এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকে গা ঢাকা দিয়েছিল ভূয়া তান্ত্রিক বাবুল। বাবুল শায়েস্তাগঞ্জ জগন্নাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র। এ অবস্থায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন এলাকাবাসি।

প্রথম পাতা