শহরের বানিজ্যিক এলাকায় আইন লংঘন করে ভবন নির্মাণ করার অভিযোগ
তারিখ: ১৯-মে-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় পৌরসভার আইন লংঘন করে ভবন নির্মাণ করেছে এক ব্যক্তি। ফলে পার্শ্ববর্তী জেনারেল ইলেকট্রনিক্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ওই ভবনটি ধ্বসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ফরিদ উদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ পৌরসভার বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, ওই এলাকার সৈয়দ আবু সালেহ মান্না তিনতলা ভবন নির্মাণ করছেন। কিন্তু পৌরসভার নিয়ম হল ভবনের পাশে যদি কোন ভবন থাকে তাহলে ৬ ইঞ্চি জায়গা ছেড়ে ভবন নির্মাণ করতে হবে। কিন্তু তিনি ওই নিয়ম না মেনে জেনারেল ইলেকট্রনিক্স ভবনের সাথে লাগিয়ে ভবন নির্মাণ করছেন। বিল্ডিং নির্মাণের ফাইলিং করার কারণে জেনারেল ইলেকট্রনিক্সের ফ্লোর ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণহানি ঘটতে পারে। ওই দোকানের মালিক ও কর্মচারিরা ঝুকিঁ নিয়ে কাজ করছেন।

প্রথম পাতা