নবীগঞ্জে প্রবাসীর উপর হামলার প্রতিবাদে ॥ সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে গ্রামবাসীর বিশাল মানববন্ধন
তারিখ: ১৯-মে-২০১৭
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউপির নিজ আগনা গ্রামের প্রয়াত স্বনাম ধন্য শিক্ষক আঃ হক মাষ্টারের পুত্র লন্ডন প্রবাসী শাহ নজরুল ইসলাম (আমিন)কে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করায় সন্ত্রাসীদের শাস্তির দাবীতে নিজ আগনা গ্রামবাসীর বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার কাজীগঞ্জ বাজারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে আপমর জনতা অংশ গ্রহন করে সন্ত্রাসীদের শাস্তি দিতে প্রশাশনের নিকট দাবী জানান। উল্লেখ্য, সরজমিনে জানা যায়, গত ১৬/০৫/১৭ ইং তারিখ রাত ৯ টায় শাহ নজরুল ইসলাম নবীগঞ্জ সদর থেকে বাড়ির দিকে আসার উদ্দেশ্যে সিএনজি যোগে রওয়ানা দেন। এ সময় পূর্ব থেকে উৎপেতে থাকা নবীগঞ্জ উপজেলার কাজীর গাওঁ গ্রামের সুনা মিয়ার পুত্র খালেদ (৩০), বানিয়াচং উপজেলার আমির উদ্দীন (৩০), আগনা গ্রামের মৃত আকল মিয়ার পুত্র মিপতাহ (২০), জসিম (৩০) ও কাজির গাওঁ এর কলমদর মিয়ার পুত্র  মাছুম (২০) দুইটি মটর সাইকেল যোগে শাহ নজরুল ইসলামের গাড়ীকে গতিরোধ করার চেষ্টা করে। অবশেষে আগনা এবং মাধবপুরের মধ্যবতি স্থানে আসলে তারা গাড়িটির গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে ফেলে রাখে। তখন সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে তার সাথে থাকা নগদ দুই লক্ষ টাকাসহ মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ সময় শাহ নজরুল ইসলামের আত্মচিৎকারেআশে পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নবীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকতাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায়  র্কতব্যরত চিকিৎসকতাকে ঢাকা বঙ্গ বন্ধু মেডিকেল হাসপাতালে প্রেরন করেন। এদিকে, ওই দিন রাতেই সন্ত্রাসীরা ওই ইউনিয়নের ঘোলডুবা গ্রামের দিকে আত্মগোপনের চেষ্টা করলে জনতা দাওয়া করে অস্ত্রসহ জসিম,মিপতাহ ও আমির উদ্দীনকে ধরে পুলিশে সোপর্দ করে। এ সময় অন্যান্যরা পালিয়ে যায়।

প্রথম পাতা