কালনী গ্রামে সরকারী জায়গা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০
তারিখ: ১৯-মে-২০১৭
রায়হান আহমেদ মুন্না ॥

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে সরকারী জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ২নং রিচি ইউনিয়নের কালনী মৌজায় প্রায় ৬ শতক জমি অনেক বছর ধরে পতিত পড়ে আছিল। সম্প্রতি এটি দখলের জন্য ওই এলাকার মৃত লাল মিয়ার পুত্র ফুল মিয়া ও মৃত ইউসুফ আলীর পুত্র হিরন মিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিল। দখলে কম বেশি হওয়ায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে গতকাল বিকেলে একটি জমি আবারো দখল করতে গেলে অপর পক্ষটি বাধা দেয়। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে আইয়ূব আলী, কালু মিয়া, সানু মিয়া,ফয়জুর আলী, আউয়াল মিয়া, তৈয়ব আলী, তাহির মিয়া, তাউছ মিয়াসহ অন্তত ২০ জন আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

প্রথম পাতা