উমেদনগর শিক্ষা ও উন্নয়ন ফোরামের আত্মপ্রকাশ ॥ প্রভাষক এসএম লুৎফুররহমান আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
তারিখ: ২৯-মে-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে শিক্ষা ও উন্নয়নের লক্ষে “উমেদনগর শিক্ষা ও উন্নয়ন ফোরাম”নামে একটি সামাজিক সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। এ উপলক্ষে ২৪মে চৌধুরী বাজার নতুন খোয়াই মুখ রোডস্থ এলাকায় অ্যাডভোকেট এসএম বজলুর রহমান ও অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এসএম বজলুর রহমান এবং সভা পরিচালনা করেন অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়। সভায় প্রধান অতিথি ছিলেন বার সর্দার সোনা মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিজান, মোঃ আব্দুল গনি (মাস্টার), মোঃ সাহিদ মিয়া (মাস্টার, সুভাষ চন্দ্র শীল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক এসএম লুৎফুররহমান, প্রভাষক ওয়াহিদুর রহমান, মোঃ আজমান আহমেদ, আব্দুল খালেক, অমিয় রায়, আব্দুল মুকিত খাঁন, শেখ জামাল মিয়া, ঝুমার রায়, আহাম্মদ জামান খান শুভ, আব্দাস সামাদ আজাদ, শেখ মখলিছুর রহমান, মোঃ ফরহাদ হোসেন টিটু, মোঃ রাজন মিয়া, আবুল কাশেম রুবেল, জুবায়ের মিয়া, মোঃ উবাদুর রহমান ফাহিম, স্বপন মিয়া, প্রদীপ সূত্রধর প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে প্রভাষক এসএম লুৎফুররহমানকে আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট উমেদনগর শিক্ষা ও উন্নয়ন ফোরাম আহ্বাক কমিটি গঠন করা হয়। এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন-অ্যাডভোকেট এসএম বজলুর রহমান, সাবেক পৌর কাউন্সিল মোঃ মিজানুর রহমান, মফিজুর রহমান বাচ্চু, আব্দুল গনি (মাস্টার), অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, মোঃ সাহিদ মিয়া (মাস্টার), মঈন উদ্দিন খাঁন, সুভাষ চন্দ্র শীল, মোঃ আক্তার হোসেন, মাও হাজী আব্দুল মজিদ, শেখ সুমন, আজমান আহমেদ, অমিয় রায়, আব্দুল মান্নান, আফজল আহমেদ, ডাঃ মোস্তফা মিয়া, আব্দুল খালেক, মোঃ আনোয়ার হোসেন প্রমূখ।

প্রথম পাতা
শেষ পাতা