চুনারুঘাটে কম্পিউটার অফিস কোর্সের সনদপত্র বিতরণ
তারিখ: ২৯-মে-২০১৭
চুনারুঘাট প্রতিনিধি ॥

কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ১২১ জন ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে এসব ছাত্রছাত্রীরা এ সনদপত্র অর্জন করেছে। শনিবার সকালে উপজেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মস্তুফা শহীদ অডিটরিয়ামে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরা, পৌরসভার মেয়র নাজিম উদ্দিন শামছু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আতাহার আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মোঃ মোস্তাক আহমেদ, অবসরপ্রাপ্ত পল্লী উন্নয়ন অফিসার এম এ মতিন চৌধুরী। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু এর পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চীফ ইন্সট্রাক্টর মোঃ আল-আমিন হোসেন, ইন্সট্রাক্টর খাদিজা আক্তার, জেসমিন সুলতানা, কম্পিউটার অপারেটর মোঃ তামিম হোসেন ও মনির হোসেন, জাহেদ মিয়া প্রমূখ। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রথম পাতা
শেষ পাতা