শহরে মাতৃছায়া কেজি এন্ড হাই স্কুলের কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে রৌপ্য পদক প্রদান
তারিখ: ২৯-মে-২০১৭
প্রেস বিজ্ঞপ্তি ॥

মাতৃছায়া কেজি এন্ড হাইস্কুলের ১ম সাময়িক পরীক্ষায় প্রত্যেক শ্রেণীতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে রৌপ্য পদক প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার এ রৌপ্য পদক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃন্দাবন সরকারী কলেজ-এর সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ সরকারী মহিলা কলেজ-এর সাবেক অধ্যক্ষ জাহান আরা খাতুন, বিশিষ্ট কবি তাহমিনা বেগম গিনি, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহাদত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক বন্ধু মঙ্গল রায়, অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রিন্সিপাল নিলীমা ইব্রাহীম, অনুষ্ঠানের অতিথিবৃন্দরা বলেন, স্কুল কেন্দ্রীক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মধ্যে রৌপ্য পদক প্রদান নিঃসন্দেহ একটি ব্যক্তিক্রমী চিন্তা। এতে ছাত্র-ছাত্রীদের মাঝে ভাল করার প্রতিযোগীতা তৈরী হবে। তাছাড়া কৃতি শিক্ষার্থীদের ভাল ফলাফলের জন্য পিতা মাতাকে “গর্বিত পিতা-মাতা পুরস্কার”প্রদানে তারা বুঝতে পারবে সন্তান ভাল কিছু করলে তাদের পিতা-মাতাদের মুখ উজ্জল হয় ও তারা গর্বিত হন। তারা স্কুলের প্রতিটি কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দের সহযোগীতায় অনুষ্ঠানের পরিচালনা করেন শিক্ষক পার্থ সারথী রায়। উল্লেখ্য, যে প্রতি সাময়িক পরীক্ষায় অনুরূপ পুরস্কার প্রদান করা হবে।

প্রথম পাতা
শেষ পাতা