নবীগঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় বিএনপি নেতা রুবেল গ্রেফতার
তারিখ: ১৯-জুন-২০১৭
নবীগঞ্জ প্রতিনিধি ॥

নবীগঞ্জে স্ত্রী'কে মারপিট করার অভিযোগে স্ত্রী'র দায়ের করা মামলায় বিএনপি নেতাকে রুবেল আহমেদ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ থাকে গ্রেফতার করে।  মামলার বিবরণে জানা যায় গত ১৮ মে উপজেলার পানিউমদা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার বাসিন্দা রুবেল আহমেদ যৌতুকের টাকা নিয়ে তার স্ত্রী রুনি বেগমকে মারধর করেন। এ ঘটনার খবর রুনি বেগমের বাবার বাড়ির লোকজন জানতে  পেরে পুলিশকে খবর দিলে পুলিশ রুবেল আহমেদের বাড়ি থেকে রুনিকে উদ্ধার করে তার বাবার পক্ষের লোকজনের কাছে ফিরিয়ে দেন। এর আগে একাধিক বার স্ত্রী রুনি বেগমের উপর একই কারণের মারধর করছে বলে রুবি বেগম জানান। এসব ঘটনা একাধিকবার স্থানীয় মুরুব্বিয়ানা শালিসের মাধ্যমে নিষ্পত্তি করেছেন তার পর তাদের মধ্যে ঝগড়া ও মারধরের ঘটনা ঘটে। পরে গত শনিবার যৌতুকের টাকার জন্য মারপিট এর অভিযোগ এনে বিএনপি নেতা রুবেল আহমেদ'কে আসামী করে স্ত্রী রুনি বেগম বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলার প্রেক্ষিতে গতকাল শনিবার রাত সাড়ে ১২টার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ রুবেল আহমেদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। রবিবার সকালে রুবেল'কে হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত রুবেল আহমেদ এর জামিন নামঞ্জুর করে থাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত বছরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন রুবেল আহমেদ নির্বাচনে তিনি পরাজিত হন। এদিকে বিএনপি নেতা রুবেল আহমেদ এলাকায় একজন তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত রুবেল আহমেদ'কে গ্রেফতার করায় এলাকা জুড়ে নানা সমালোচনার ঝড় বইছে।

প্রথম পাতা