হালকা বৃষ্টিতেই ভেসে যায় বিদ্যুৎ ॥ আজব ডাক্তার পিডিবি ॥ রোগ চিনতেই সময় লাগল ৭ ঘন্টা!
তারিখ: ১৯-জুন-২০১৭
স্টাফ রিপোর্টার ॥

হালকা বৃষ্টিতেই ভেসে যায় ক্ষমতাধর বিদ্যুৎ! অবাক লাগলেও বিষয়টি সত্যি। হবিগঞ্জ জেলায় এটি যেন এক অঘোষিত নিয়মে পরিণত হয়েছে। শুধু কি তাই? বিদ্যুতের রোগ চিনতেই প্রায় ৭ ঘন্টা সময় লাগে আজব ডাক্তার পিডিবি’র! এমনই ঘটনা ঘটেছে গতকাল রবিবার হবিগঞ্জ পিডিবিতে। তাইতো মানুষ বলাবলি করছেন ‘এদেশ কোন দেশ, কোথায় বাস করছি আমরা? জানা যায়, গতকাল রবিবার বিকেলে প্রায় ৪টায় জেলায় শুরু হয় বৃষ্টিপাত। এতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় হবিগঞ্জ পিডিবি’র সকল সংযোগ। সন্ধ্যা ৬টার দিকে সংবাদকর্মীরা পিডিবি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানান, ‘কোথায় কি ঘটেছে তারা জানেন না।  খুঁজছেন হন্যে হয়ে’। এদিকে, সন্ধ্যা গড়িয়ে নেমে আসে রাত। শহরে তৈরি হয় ভূতুরে পরিবেশ। প্রচন্ড গরমে চরম ভোগান্তিতে পড়েন বাসা-বাড়ির লোকজন। ঈদ মৌসুমের কেনা-কাটায়ও ভোগান্তিতে পড়েন ক্রেতারা। বিদ্যুৎ না থাকায় বেচা-বিক্রিতেও ভাটা পড়ে দোকানপাটে। ক্ষতিগ্রস্থ হন ব্যবসায়ীরা। অবশেষে টানা ৭ ঘন্টা পর রাত ১১টায় পিডিবি কর্তৃপক্ষ জানান, তারা ত্র“টি চিহ্নিত করতে পেরেছেন। সদর উপজেলার কলিমনগরে বজ্রপাতে নাকি পিডিবির প্রধান সংযোগ ক্ষতিগ্রস্থ হয়েছে। মেরামতের কাজ করছেন তারা। এ অবস্থায় শহরের অনেক ব্যবসায়ীকে রসিকতা করে বলতে শুনা যায়, ‘এ কেমন বিদ্যুতের ডাক্তার, যাদের রোগ চিনতেই লাগে ৭ ঘন্টা; রোগ সাড়াতে না জানি লাগে কত ঘন্টা’।

প্রথম পাতা